ক্যান্সার কি আমাদের নিজেদের দুই হাতের উপার্জন?

একটা সময় ভাবতাম আধুনিক সময়ে যেমন ক্যান্সার হয়, প্রাচীনকালেও তেমন হতো। কিন্তু তখন ডায়াগনোসিস করা যেতনা বলে বোঝা যেতনা।

কিন্তু দেখলাম মিশরে আর দক্ষিণ আমেরিকা থেকে মাত্র তিন চার হাজার বছর আগের যে শত শত মমিকৃত মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে ক্যান্সার বা টিউমার খুব রেয়ার।

ক্যান্সার মূলত ইন্ডাস্ট্রিয়ালাইজড সমাজের ওষুখ। বিশেষ করে যেসব দেশে দ্রুত উন্নয়ন হচ্ছে, সেসব দেশে ক্যান্সারও দ্রুত বাড়ছে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটা রিসার্চে প্রমাণিত।

আমি নিজেও দেখি বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার নীরবে মহামারি হয়ে গেছে। ইনডাস্ট্রিয়ালাইজেশন, আধুনিক জীবনযাপন, পরিবেশ দূষণ, খাদ্যে ভেজাল এসব কিছু আমাদের কর্ম। আর তার অনেকগুলো ফলের একটা হল ক্যান্সার।


লিখেছেন: ডাঃ কায়সার আনাম


Post a Comment

Previous Post Next Post