আয়রন ট্যাবলেট (Iron Tablet)



সাধারণত যাদের রক্তস্বল্পতা কিংবা এনেমিয়া রয়েছে তাদেরকে আয়রন ট্যাবলেট প্রেসক্রাইব করা হয়। আয়রন ট্যাবলেটে আয়রন সাধারণত ফেরাস সালফেট/ ফেরাস ফিউমারেট/ ফেরাস গ্লুকোনেট রূপে থাকে।


আয়রন সোর্স হিসেবে সবুজ শাক সবজি ও রেড মিট গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। যদি কারো এসব সোর্স থেকে পর্যাপ্ত পরিমাণ আয়রন না নিতে পারে তাদেরকে সাপ্লিমেন্ট হিসেবে আয়রন ট্যাবলেট দেয়া হয়।


তবে অতিরিক্ত আয়রন গ্রহণ করলে কিংবা বডি ইউটিলাইজ না করতে পারলে তা দেহে ডিপোজিট হতে পারে। এতে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন- ক্ষুধামন্দা, গ্যাস্ট্রিক সমস্যা, স্কিন ডিসকালারেশন, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি।


বাংলাদেশে এভেইলেবল কিছু আয়রন ট্যাবলেটের কোম্পানি নাম (Brand Name) - 

  • ফলভিট (Folvit) - Eskayef Pharma (Unit price: 3.25 tk.)
  • ইপেক প্লাস (Ipec Plus) - Aristopharma (Unit price: 3.5 tk)
  • জিফল এম (Zeefol M) - Eskayef Pharma (Unit price: 3.5 tk.)
  • ফলনিড (Folneed) - Incepta Pharma (Unit price: 2.0 tk.)
  • Zifolet (জিফলেট) - Square Pharma (Unit price: 1.51 tk.)


People also search for: আয়রন ট্যাবলেট এর উপকারিতা, আয়রন ট্যাবলেট এর অপকারিতা, আয়রন ট্যাবলেট খেলে কি মোটা হয়, আয়রন ট্যাবলেট খেলে কি মাসিক হয়, Iron Tablets, Iron tablet Square Pharma, Iron tablet Beximco, Iron tablet incepta, Iron Tablet Name, iron, folic acid + zinc capsules in bangladesh, ZIF tablet Price in Bangladesh, Iron tablet in bangla.

2 Comments

  1. Iron tablet khele ki period hbe?

    ReplyDelete
    Replies
    1. Na... Eta period er somoy iron deficiency make-up korbe...

      Delete

Post a Comment

Previous Post Next Post