ইসোমিপ্রাজল (Esomeprazole)



'ইসোমিপ্রাজল' ওমিপ্রাজল এর  S-Isomer যা প্রোটন পাম্প ইনহিবিটর (PPI) হিসেবে কাজ করে। যা আমাদের দেশে সর্বোচ্চ বিক্রিত ঔষুধগলোর মধ্যে অন্যতম।


ইসোমিপ্রাজল পাকস্থলীর এসিড নিঃসরণ কে নিবৃত করে এবং এটি পেপটিক আলসার, গ্যাস্ট্রইসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD), জলিনজার-এলিসন সিন্ড্রোম এর চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ঊর্ধ্ব অন্ত্রঘটিত রক্তক্ষরণ প্রতিরোধেও ব্যবহৃত হয়।


অতিরিক্ত প্রোটন পাম্প ইনহিবিটর (PPI) অধিক সময় ধরে ইউজ করলে kidney disease, fractures, infections and vitamin deficiencies হতে পারে।


বাংলাদেশে পরিচিত ইসোমিপ্রাজল (Esomeprazole) এর কিছু Brand Name (কোম্পানি নাম)

  • সারজেল (Sergel)
  • নেক্সাম (Nexum)
  • এক্সিয়াম (Exium)
  • ম্যাক্সপ্রো (Maxpro)


Post a Comment

Previous Post Next Post