Post For: Married Couples: 21+
Sex is a part of life,
Sex is an Art,
Can You Paint as your own imaging?
যৌন ঘাটতির জন্য রাজার রাণী রাখালের সাথে চলে গেছে,
আবার রাণীর সেক্সের দুর্বলের জন্য,রাজা কৃতদাসীর সাথে সেক্স করেছে (ঘটনা কারো অজানা নয়)
প্রেম করে বিয়ে করার পরেও কিন্তু অন্যত্র লাইফ পার্টনার খুঁজে নিচ্ছে দুজনেই।
এ্যাকচুয়্যালি প্রেব্লেম কোথায়?
সবারই ত কম বেশি সেক্সুয়াল এ্যাকটিভি রয়েছে।
তাহলে পরকীয়া কেন?
বা কেনই বা পরকীয়ায় এত ইন্টারেস্টিং।
পৃথিবীর বিশ্ব সুন্দরির যে ভ্যাজাইনা,
আর আফ্রিকার নিগ্রো কালোদের সেইম একই ভ্যাজাইনা।
আবার স্মার্ট হিরোর যে পেনিস,
রাস্তার পাগলের সেই একই পেনিস।
তাহলে কমতি কিসের?
আসল সমস্যা হচ্ছে মানসিক।
যাইহোক আজকের আমার মেইন প্রতিপাদ্য বিষয়
সেক্সুয়াল লাইফ কিভাবে রোমাঞ্চকর করা যায় বা আনন্দঘন সময় দীর্ঘক্ষণ স্থায়ী হয়।
১. যেদিন সেক্স করবেন সেদিন আপনার পার্টনারকে বার্তাদিন আজকে আপনারা সেক্স করবেন।
এতে দুজনের মধ্য উত্তেজনা ও আবেগ ভালবাসা কাজ করবে। অক্সিটোনিন,সেরোটোনিন,টেস্টোস্টোরেন হরমোন নিংসৃত হতে থাকবে।ফলে আপনাদের সেদিনের সেক্সুয়াল উদ্দীপনা
২. সেক্স করার জন্য উপযুক্ত সময় মিড নাইট নির্বাচন করুন (এই সময়ে দুজনরেই সেক্সুয়াল এ্যাকটিভি সমান সমান থাকে) যদিও মেয়েদের সন্ধ্যায় রাতে বেশি থাকে এ্যাক্টিভিটি আর ছেলেদের ভোর রাতে।
সেইক্ষেত্রে মিড নাইট হলে সমান সমান।
৩. যে রুমে সেক্সুয়াল লাইফ গঠন করবেন,সেই রুমটা আলাদা ভাবে সেলেক্টিভ করে রাখুন।
রুমে অবশ্যই ভিম লাইট,ভ্যান্টিলেটর, ফ্যান আছে এমন রুম।
৪. সেক্সুয়াল করার ২-৩ ঘন্টা আগে দুজনেই অবশ্যই সু:গন্ধি সাবান দিয়ে কুসুম গরম পানির সহিত গোসল করে নিবেন। এতে শরীরের ক্লান্তিকর ভাব কেটে যাবে।
প্লাস দেহের দূ:গন্ধ দূর হয়ে যাবে।শরীর হবে প্রাণবন্ত
৫. সেক্স করার আগে অবশ্যই দুজনেই ব্রাশ করে নিবেন।
মুখের দূ:গন্ধ সেক্সুয়াল এ্যাক্টিভিটি ডিক্রিশ করে।
৬. সেক্সুয়াল ইন্টারকোর্স করার ২-৩ ঘন্টা সকল প্রকার ভারী খাবার এ্যাভয়েড করবেন।
৭. গোসলের পর সিদ্ধ ডিম, কলা,দুধ,চকলেট,কফি বা উচ্চ প্রোট্রিন সমৃদ্ধি খাবার খেতে পারেন,এতে সেক্সুয়াল ইন্টারকোর্স এর সময় আপনাদের বাড়তি শক্তি যোগান দিবে।
৮. সেক্সুয়াল ইন্টার কোর্স করার আগে পারফিউম /বডি স্প্রে ব্যবহার করতে পারেন।
সু:গন্ধ দুজন দুজনকে সেক্সুয়াল আকর্ষণ করবে।
৯. সেক্সুয়াল ইন্টারকোর্স শুরু করার আগে অবশ্যই দুজনে মুত্র নিষ্কাশন করে নিবেন এবং সেক্স করার পর ইউরিনেশন করে নিবেন।এতে ইউরিনারি ট্রাক ইনফেকশন রোধ হবে।
১০. সেক্সুয়াল ইন্টারকোর্স শুরু করার আগে ও পরে
দুজন দুজনকে আধা ঘন্টা জড়িয়ে ধরে শুয়ে থাকুন।
এতে সেক্সুয়াল এ্যাক্টিভিটির পরিপৃর্ণতা পাবে।
(বি:দ্র আমি কোন সেক্সুয়াল বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্ট নয়, সাইকোসেক্সুয়াল ক্লাশ করেছিলাম ও নেদারল্যান্ডস এর জার্নাল পড়েছিলাম লেখাটুকু তার অর্ন্তগত)
খারাপ /মন্দ ভাষা ব্যবহার বা কটুক্তিকর মনে হলে পোস্টটি এ্যাভয়েড করুন।
Read also:
কার্টেসীঃ ডা. মোস্তফা লিখন
Post a Comment