চিয়া সিডের উপকারিতা ও পুষ্টিগুণ


১। চিয়া সিডে আছে ওমেগা-৩, যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে


২। এটি শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়


৩। প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে


৪। মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে


৫। চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়


৬। এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী


৭। চিয়া সিড কোলন পরিষ্কার রাখে। ফলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে


৮। এটি শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দিতে সাহায্য করে


৯। চিয়া সিড পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করে


১০। ভালো ঘুম হতেও সাহায্য করে চিয়া সিড


১১। এই বীজ ক্যানসার রোধ করে


১২। চিয়া সিড হজমে সহায়তা করে


১৩। চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে


১৪। চিয়া সিড অ্যাটেনশান ডেফিসিট হাইপার-অ্যাক্টিভিটি ডিসঅর্ডার দূর করে


১৫। এটি ত্বক, চুল ও নখ সুন্দর রাখে।


Read also: দুধের যত পুষ্টিগুণ

Post a Comment

Previous Post Next Post