হরমোন জনিত রোগের লক্ষন সমূহ


১. প্রচন্ড মাথা ব্যথা, চোখে দেখতে সমস্যা হওয়া। (Pituitary adenoma)


২. অতিরিক্ত ঘাম হওয়া, ওজন কমে যাওয়া, পাতলা পায়খানা হওয়া। (Hyper thyroidism)


৩. ওজন বেড়ে যাওয়া, মাথার চুল পরে যাওয়া, মাসিকে বেশি রক্ত যাওয়া,বেশি ঘুম পাওয়া। (Hypothyroidism)


৪. বেশি বেশি পস্রাব হওয়া,বেশি খিদে লাগা,ওজন কমে যাওয়া। (Diabetes mellitus)


৫. ছেলেদের ব্রেস্ট বড় হয়ে যাওয়া। (Gynaecomasta)


৬. মেয়েদের মুখে অত্যাধিক লোম হওয়া। (Hirsutism)

৭. প্রেসার অত্যাধিক বেড়ে যাওয়া, প্রেসার নিয়ন্ত্রণে না আসা, বুক ধড়ফড় করা। (Pheochromocytoma)


৮. ছেলেদের মেয়েলি ভাব, মেয়েদের ছেলে ভাব (হিজড়া) (Hermaphrodism)


৯. ছেলেদের পুরুষাংগ বেশি ছোট হওয়া। (Micropenis)


১০. হাত পা অত্যাধিক বড় হয়ে যাওয়া। (Acromegaly)


১১. উচ্চতা অনেক কম হওয়া ( বামন) (Short stature)


১২. উচ্চতা অত্যাধিক বেড়ে যাওয়া। (Tall stature)


১৩. স্টেরয়েড জাতীয় ড্রাগ অনেকদিন খাওয়ার ফলে শরীর ফুলে যাওয়া। (Cushing syndrome)


১৪. অতিরিক্ত বমি, প্রেসার কমে যাওয়া, ওজন কমে যাওয়া। (Adrenal insufficiency)


১৫. হাড় নরম হয়ে যাওয়া। (Osteoporosis)

Post a Comment

Previous Post Next Post