রবি ঠাকুরের মৃত্যু ও এন্টিবায়োটিক রেজিস্টেন্স

রবীন্দ্রনাথ ঠাকুরের অপারেশনের ৭ দিনের মাথায় তিনি মারা যান। কারন ছিলো - "এন্টিবায়োটিক পেনিসিলিনের অভাব"। কারন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন। তাই আহত যোদ্ধাদের সাপ্লাই দিতে হতো।

আবারো সেই ১৯৪১ সালে ফিরে এসেছি আমরা। "তখন এন্টিবায়োটিক ছিল না, আর এখন আছে কিন্তু কাজ করে না"।

এতোদিন যত গুলো Culture and sensitivity রিপোর্ট দেখেছি- "সেখানে কোনো না কোনোটা sensitive Antibiotic থাকেই।

কিন্তু আজ সত্যি পেয়ে গেছি এমন রোগীকে - যার শরীরে সব এন্টিবায়োটিক অকার্যকর, সব রেজিস্ট্যান্ট। দামী, কম দামী সব গুলোই। এমনকি লেটেস্ট Meropenam, Colistin সহ পুরো এন্টিব্যাক্টেরিয়াল গ্রুপ।

এই রোগীর এই ব্যাক্টেরিয়াল রোগ দূর করার সব অস্ত্র শেষ। এবার মানব জাতি কোথায় যাবে। মুড়ির মতো আরো খাও এন্টিবায়োটিক। এবং ধুকে ধুকে মরো।

এন্টিবায়োটিক চ্যাপ্টার ক্লোজ করার সময় এসেছে। এবার অন্য কিছু নিয়ে ভাবার সময় এসেছে।

Writer: Sayed Sujon

Post a Comment

Previous Post Next Post