আসল ও নকল ঔষধ চেনার উপায়



ঔষধ মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিক ঔষধ ব্যবহারে যেমন রোগমুক্তি পাওয়া যায়, তেমনি ভুল কিংবা নকল ঔষধ প্রয়োগে হয়ে যেতে পারে মারাত্মক ক্ষতি। তাই আসল ও নকল ঔষধ চেনা জরুরী। 


আসল ও নকল ঔষধ চেনার উপায়

যদিও নকল ঔষধগুলো দেখতে প্রায় আসল ঔষধের মতোই হয় তবুও কিছু বিষয় মাথায় রাখলে তা এড়িয়ে যাওয়া সম্ভব:

১/ যার কাছ থেকে বা যে ঔষধের দোকান থেকে ঔষধ কিনছেন তার ড্রাগ লাইসেন্স আছে কি না তা সিউর হোন। কারণ লাইসেন্সকৃত দোকানে নকল ঔষধ থাকার সম্ভাবনা কম।

২/ যে ঔষধটা কিনবেন তা কোন কোম্পানির তা নিশ্চিত হোন এবং ঔষধের কোম্পানি নামটা সঠিক কিনা তাও নিশ্চিত হোন।

৩/ সম্ভব হলে নেট থেকে ঔষধের মোড়কের ছবিটা দেখে নিতে পারেন, এতেও প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে।

৪/ এক্সপায়ার ডেট চেক করে নিন। এতে অনেক আগের তৈরি হলে ধরা খেয়ে যাবে।

৫/ বারকোড/QR code থাকলে তাও চেক করে নিতে পারেন, এতেও নিশ্চিত হওয়া যাবে এটা আসল নাকি নকল।

Post a Comment

Previous Post Next Post