কোন কোম্পানির ঔষধ সবচেয়ে ভালো?

 


কোন কোম্পানির ঔষধ সবচেয়ে ভালো এটা বলা কঠিন। কারণ সব রেজিস্ট্রার্ড কোম্পানিকেই একটা নুন্যতম কোয়ালিটি মেইনটেইন করতে হয়। তবে কিছু বিষয়ের উপর নির্ভর করে প্রোডাক্ট এর কোয়ালিটি কম বেশি হতে পারে। এ যেমন -


  • Raw material source
  • Raw material quality
  • Finished product release parameters 
  • GMP practice
  • Regulatory certification etc.


অর্থাৎ একটি কোম্পানি তার ঔষধ তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত কোয়ালিটি মেনটেইন করলেই কেবল কোয়ালিটি সম্পন্ন ঔষধ উৎপাদন করতে পারবে।


তাই কোন কোম্পানি কতোটা কোয়ালিটি মেনে চলে তা খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে কোন কোম্পানি কোন কোন রেগুলেটরি বডি থেকে এপ্রুভাল পেয়েছে তা দেখেও অনেকটা ধারণা পাওয়া যাবে। 


এ যেমন স্কয়ার, বেক্সিমকো এবং এসকেএফ USFDA approved কোম্পানি, রেনাটা, একমি  এবং ইনসেপ্টা  UK MHRA approved কোম্পানি, হেলথকেয়ার TGA approved কোম্পানি ইত্যাদি।


এছাড়া রেডিয়ান্ট, এসিআই, অপসোনিন, ড্রাগ ইন্টারন্যাশনাল, পপুলার, ইউনিমেড, বিকন, জেনারেল ফার্মা কোম্পানিও মানসম্পন্ন ঔষধ তৈরী করে থাকে।


Post a Comment

Previous Post Next Post