Urticaria কি এবং কেন হয়?

 


হঠাৎ চুলকানি, চুলকালে শরীর লাল হয়ে ফুলে যাচ্ছে, ত্বকের বিভিন্ন স্থান চাকা চাকা হয়ে ফুলে যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই এরকম চুলকানি ক্ষণস্থায়ী হয়। তবে কোন কোন ক্ষেত্রে সপ্তাহ থেকে মাস এমনকি মাস থেকে বছরাধিককালও স্থায়ী হতে দেখা যায়। এমন লোক পাওয়া হয়ত খুবই কঠিন হবে যার জীবনে কখনও না কখনও এরকম অবস্থায় পড়েনি। এই রোগ টাকে আরটিকেরিয়া ( Urticaria) বলা হয়।


আর্টিকেরিয়া( Urticaria) হলো এলার্জির অন্যতম প্রকাশ। অনেকের দেখা যায় সুনির্দিষ্ট কোন ঋতুতে এটা হচ্ছে, আবার ঋতুশেষে এটা ভাল হয়ে যায়। শরীরের একটা নির্দিষ্ট স্থানেও হতে পারে, আবার সারা শরীর জুড়েও হতে পারে। লালচে ফোলা ফোলা চাকা চাকা দাগ নিয়ে ওঠে এবং সেই সঙ্গে থাকে প্রচন্ড চুলকানি। কোন কোন চাকা খুবই ক্ষণস্থায়ী হয় আবার দীর্ঘস্থায়ীও হয়


কি কি সমস্যা দেখা দেয়?

• চুলকানি শরীরের যেকোনো অংশে শুরু হয় এবং বেশ কিছু এলাকা জুড়ে হতে পারে

• সাদা বা লাল গুঁড়ি গুড়ি দেখা যায়

• এগুলো কয়েক মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে

• মিলিয়ে যাওয়ার পূর্বে আকার পরিবর্তন করতে পারে

• মুখ বিশেষ করে চোখের পাতা,ঠোঁট, হাত,পা,যৌনাঙ্গ, জিহবা, ফুলে উঠতে পারে

•মাথাব্যথা, দুর্বল লাগা

• বুক ধরফর করা

• শ্বাসকষ্ট হওয়া

• লাল হয়ে যাওয়া

• পায়খানার সমস্যা হতে পারে।


কখন বেড়ে যায়?

• অত্যধিক গরম

• ভাইরাল ইনফেকশন

• টাইট জামাকাপড়

• অনেকের বিভিন্ন খাবার থেকেও হয় এটা।


এরকম হলে হেলাফেলা না করে একজন ডাঃ এর সাথে পরামর্শ করে চিকিৎসা নেয়া প্রয়োজন।

Post a Comment

Previous Post Next Post