এর উত্তর কিছুটা জটিল।
মেডিকেল লিটারেচারে দেখা গেছে অরগ্যান ডোনেশানের খুব রেয়ার কিছু ক্ষেত্রে ক্যান্সার ছড়ানোর ঘটনা ঘটে থাকতে পারে। সেক্ষেত্রে অর্গান গ্রহীতার দুর্বল ইমিউনিটিকে দায়ী করা হয়। স্বাভাবিক ইমিউনিটির কোন মানুষের শরীরে রক্তের ম্যাধ্যমে ক্যান্সার কোষ ঢুকলে সেটা বাসা বাঁধতে পারা কথা না।
তবে, যদি দুর্বল ইমিউনিটির কাউকে রক্তটা দেয়া হয়? সেক্ষেত্রেও রক্ত দেয়ার মাধ্যমে ক্যান্সার ছড়াতে পারে এরকম কোন এভিডেন্স এখনো পর্যন্ত নেই। তবে, মেকানিজম অনুযায়ী চিন্তা করতে গেলে সম্ভাবনা একেবারে জিরো পারসেন্ট বলে উড়িয়ে দিতে পারিনা।
তাই অন্য কাউকে এই ব্যাপারে অতিরিক্ত ভয় দেখাবোনা। তবে, কথা হল যাদের রক্ত দিতে হয় তাদের হয়তো কোন একটা শারীরিক সমস্যার কারণে অনেক সময় ইমিউনিটি দুর্বল থাকতেও পারে। তার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দায়িত্ব কে নিবে? তাই, সেইফ সাইডে থাকার জন্য অফ দা রেকর্ড* বলতে পারি- খুব বেশি জীবনমরণ ইমার্জেন্সি না হলে ক্যান্সার আক্রান্ত বা চিকিৎসাপ্রাপ্ত কারো থেকে রক্ত গ্রহণ না করাই হয়তো ভালো হবে।
[এটা কোন এভিডেন্স বেজড কথা না।]
লিখেছেন- ডাঃ কায়সার আনাম
Post a Comment