ওমিপ্রাজল (Omeprazole) গ্যস্ট্রিকের ঔষুধ হিসেবে বেশ পরিচিত। এটি একটি প্রোটন পাম্প ইনহিবিটর (PPI) যা পাকস্থলীর এসিড নিঃসরণ কে নিবৃত করে এবং এটি পেপটিক আলসার, গ্যাস্ট্রইসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD), জলিনজার-এলিসন সিন্ড্রোম এর চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ঊর্ধ্ব অন্ত্রঘটিত রক্তক্ষরণ প্রতিরোধে ব্যবহৃত হয়।
কারো গ্যস্ট্রিক নিরসনে H2 blocker (Ranitidine, Famotidine etc.) যথেষ্ট হলে PPI (Omeprazole, Esomeprazole, Rabeprazole etc.) গ্রহণ করার প্রয়োজন নেই।
Omeprazole গ্রহণে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াসমূহ হলো বমিভাব, বমি, মাথাব্যথা, পেটফাঁপা ইত্যাদি। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে অন্যতম হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল কোলাইটিস, নিউমোনিয়া ও অস্থিক্ষয়ের ঝুঁকি বৃদ্ধি। এটি সেবনের ফলে পাকস্থলীর ক্যান্সারের উপসর্গসমূহ প্রশমিত হয় ফলে রোগ নির্ণয় বিলম্বিত হতে পারে। এটি গর্ভাবস্থায় নিরাপদ কিনা এই ব্যাপারে সন্দেহ রয়েছে।
বাংলাদেশে পরিচিত ওমিপ্রাজল (Omeprazole) এর কিছু কোম্পানি নাম
- সেকলো (Seclo)
- ওমেনিক্স (Omenix)
- জেলড্রিন (Xeldrin)
- লোসেক্টিল (Losectil)
- ওমেপ (Omep)
Post a Comment