বার বছরের নিচের শিশুদের হাসপাতালে ঘুরতে নিয়ে আসা বিপদজনক। হাসপাতালে অনেক জীবাণু থাকে। লিফটে, দরজায়, রোগীর বিছানায়, কাপড়ে, এমনকি বাতাসে।
হাসপাতালে অনেক শক্তিশালী অ্যান্টিবায়োটিক ইউজ হয়। তাই হাসপাতালের এই জীবাণুগুলো বাইরের জীবাণু থেকে অনেক শক্তিশালী।
বাচ্চাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাদের সহজেই ধরে ফেলতে পারে। তারপর অনেক শক্তিশালী ওষুধ দিয়েও সেটা নিয়ন্ত্রণ করা মুশকিল হয়।
তাছাড়া, কোলে বাচ্চা নিয়ে যেতে হয় শিশুপার্কে। হাসপাতালে ঘুরতে বা সোশালাইজ করতে না আসাই ভালো।
বড়রাও প্রয়োজন ছাড়া হাসপাতালে এসে আবার বাড়িতে সেই জীবাণু নিয়ে ফিরবেন। সেখানে শিশু ও বৃদ্ধরা আছেন। তাই অ্যাবসলিউট দরকার না থাকলে রোগীর সাথে কারোই থাকা উৎসাহিত করা হয়না।
লিখেছেন- ডা. কায়সার আনাম
লিখেছেন- ডা. কায়সার আনাম
Post a Comment