ঔষধ মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিক ঔষধ ব্যবহারে যেমন রোগমুক্তি পাওয়া যায়, তেমনি ভুল কিংবা নকল ঔষধ প্রয়োগে হয়ে যেতে পারে মারাত্মক ক্ষতি। তাই আসল ও নকল ঔষধ চেনা জরুরী।
আসল ও নকল ঔষধ চেনার উপায়
যদিও নকল ঔষধগুলো দেখতে প্রায় আসল ঔষধের মতোই হয় তবুও কিছু বিষয় মাথায় রাখলে তা এড়িয়ে যাওয়া সম্ভব:
১/ যার কাছ থেকে বা যে ঔষধের দোকান থেকে ঔষধ কিনছেন তার ড্রাগ লাইসেন্স আছে কি না তা সিউর হোন। কারণ লাইসেন্সকৃত দোকানে নকল ঔষধ থাকার সম্ভাবনা কম।
২/ যে ঔষধটা কিনবেন তা কোন কোম্পানির তা নিশ্চিত হোন এবং ঔষধের কোম্পানি নামটা সঠিক কিনা তাও নিশ্চিত হোন।
৩/ সম্ভব হলে নেট থেকে ঔষধের মোড়কের ছবিটা দেখে নিতে পারেন, এতেও প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে।
৪/ এক্সপায়ার ডেট চেক করে নিন। এতে অনেক আগের তৈরি হলে ধরা খেয়ে যাবে।
৫/ বারকোড/QR code থাকলে তাও চেক করে নিতে পারেন, এতেও নিশ্চিত হওয়া যাবে এটা আসল নাকি নকল।
Post a Comment