ইমার্জেন্সি হাইপারটেন্সিভ সিচুয়েশনে সোডিয়াম নাইট্রোপ্রুসাইড এর ব্যবহার বহুল জনপ্রিয়। তবে এই ড্রাগটি আপনি ইন্ট্রাভেনাসলি ইনফিউজ না করে ওরাল রুটে দিলেই তাই জীবনরক্ষাকারী ভূমিকার জায়গায় জীবনসংহারী হতে যায়।
কেন? কেন? ⁉️
অপেক্ষা করেন। ফার্মাসিস্টরাই এই উত্তর দিতে পারবে, অন্য কেউ নয়।
ওরাল রুটে ওষুধ দিলে এবজর্পশন ও মেটাবলিজমের সময় এই ড্রাগ হাইড্রোলাইসিসের মাধম্যে বিষাক্ত সায়ানাইড তৈরী করতে পারে। যা জীবন সংহারী। প্রায় প্রতিটি ওষুধেরই এ ধরণের ব্যবহার/অতিব্যবহার রয়েছে, যা কখনও ডোজ ডিপেন্ডেন্ট, কখনও রুট ডিপেন্ডেন্ট।।
A pharmacist can convert a poison into medicine and a medicine into poison.
So keep calm and trust your pharmacist.
Post a Comment