কোন রোগের জন্য কোন চিকিৎসকের কাছে যাবেন?

আমাদের অনেকরই জানা থাকেনা কোন রোগের জন্য কোন ডাক্তারের নিকট যাওয়া প্রয়োজন। আর এজন্য অনেক সময় সঠিক চিকিৎসা পেতে দেরি হয় কিংবা পাওয়াই যায় না। তাই আসুন আজকে জেনে নেই কোন রোগের জন্য কোন বিশেষজ্ঞের নিকট যাবো-


(এক). Rheumatologist-বাত রোগ বিশেষজ্ঞ।

(দুই). Dermatologist-ত্বক বা চর্মরোগ বিশেষজ্ঞ।

(তিন).Venereologist-যৌন রোগ বিশেষজ্ঞ।

(চার). Nephrologist-বৃক্ক বা কিডনি রোগের বিশেষজ্ঞ।

(পাঁচ). Urologists-মূত্রনালী রোগের বিশেষজ্ঞ।

(ছয়). Hepatologist-যকৃত এবং তার রোগ সম্পর্কে বিশেষজ্ঞ।

(সাত). Diabetologist-ডায়াবেটিস বা বহুমূত্র রোগের বিশেষজ্ঞ।

(আট). ENT specialist-নাক, কান ,গলা বিশেষজ্ঞ।

(নয়). Medicine Specialist-ঔষধ বিজ্ঞান বিশেষজ্ঞ।

(দশ). Oncologist-ক্যান্সার বিশেষজ্ঞ।

(এগারো). Thyroid and Hormone Specialist-থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ।

(বার). Leprosy Specialist-কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ।

(তের). Gastroenterologist-পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ।

(চৌদ্দ). Eye Specialist-চক্ষুরোগ বিশেষজ্ঞ।

(পনের). Sexologist-কাম বিজ্ঞান (কামশাস্ত্র) বিশেষজ্ঞ।

(ষোল). Anesthesiologists-অবেদন ,অনুভূতিহীনতা বিশেষজ্ঞ।

(সতের). Haematologist-রক্ত সম্বন্ধীয় পীড়ায় বিশেষজ্ঞ।

(আঠারো). Roentgenologist-রঞ্জন রশ্মি বিশেষজ্ঞ।

(উনিশ). Tumor Specialist-টিউমার বিশেষজ্ঞ।

(বিশ). Orthopaedic surgery-অস্থি রোগের শল্য চিকিৎসা ।

(একুশ). Pediatrician Or Child Specialist-শিশুরোগ বিশেষজ্ঞ।

(বাইশ). Chest Disease Specialist-বক্ষব্যাধি বিশেষজ্ঞ।

(তেইশ). Tuberculogist-টিবি বা যক্ষা রোগ বিশেষজ্ঞ।

(চব্বিশ). Vascularlogist-রক্ত বহননালী  বিশেষজ্ঞ।

(পঁচিশ). Telemedicine-টেলিমেডিসিন হল দূর থেকে মোবাইল ফোন কিংবা ভিডিও সম্মেলনের মাধ্যমে রোগীর তথ্য অবস্থা জেনে করণীয় বলে দেন।

(ছাব্বিশ). Cardiologist-হৃদরোগ বিশেষজ্ঞ।

(সাতাশ). Rehab-Physio -রিহ্যাব ফিজিও থেরাপি বিশেষজ্ঞ।

(আটাশ). Malariologist-ম্যালেরিয়া রোগ বিশেষজ্ঞ।

(উনএিশ). Physiologist-শরীর বিজ্ঞান বিশেষজ্ঞ।

(এিশ). Psychologists-মনোবিজ্ঞান বিশেষজ্ঞ।

(একএিশ). Andrologist-পুরুষ প্রজনন সিস্টেমের সমস্যা।

(বএিশ). Gynoclogist-স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ।

(তেত্রিশ). Neurologist-স্নায়ু রোগের বিশেষজ্ঞ।


[লিখেছেন: ডা: মোহাম্মদ আলী, চীফ কনসালটেন্ট, বিজিএমই]

Post a Comment

Previous Post Next Post