ডমপেরিডন (Domperidone)



ডমপেরিডন একটি বহুল ব্যবহৃত OTC   drug, যা মূলত বমি বমি ভাব কিংবা বমির চিকিৎসায় গ্রহণ করা হয়।

ডমপেরিডন মূলত কাজ করে ডোপামিন D2 এবং D3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসেবে। যা স্নায়ুতন্ত্রে কাজ করে এবং পেরিস্টলসিস এর গতি বাড়ায়।

বাজারে সাধারণত ডমপেরিডন ১০ মি.গ্রা. ট্যাবলেট এবং ১ মি. গ্রা./ ১ মি. লি. সাসপেনশন পাওয়া যায়। যাতে ডমপেরিডন, ডমপেরিডন মেলিয়েট (domperidone maleate) হিসেবে থাকে।


পার্শ্বপ্রতিক্রিয়া (side effects)

  • মুখ শুকিয়ে যাওয়া
  • মাথা ব্যাথা
  • উদ্বিগ্নতা
  • দুর্বলতা

ডমপেরিডন এর কিছু কোম্পানি নাম (Brand Name)

Omidon (ওমিডন)
Motigut (মটিগাট)
Deflux (ডিফ্লাক্স)
Domilin (ডমিলিন)
Domilux (ডমিলাক্স)


Post a Comment

Previous Post Next Post