বিশ্ব ডায়াবেটিস দিবস

সারা দুনিয়ার প্রায় ১৬০ টা দেশ একসাথে আজ (১৪ নভেম্বর) ডায়াবেটিস দিবস পালন করছে।ডায়াবেটিসের মহৌষধ ইনসুলিনের আবিষ্কারক "ফ্রেড্রিক বেন্টিং" এর জন্মদিন ১৪ নভেম্বরকে এই দিবস হিসেবে বেছে নেয়া হয়েছে।

বর্তমান পৃথিবীতে প্রায় ৪০ কোটি মানুষের ডায়াবেটিস আছে। তার মধ্যে প্রায় ১৫ কোটি মানুষ জানেই না, তাদের ডায়াবেটিস আছে। আগামি ২০৩৫ সালে ডায়াবেটিস রোগীর সংখ্যা দাড়াবে প্রায় ৬০ কোটি। যেই ঘরে ডায়াবেটিস থাকবে না, তাদের বলা হবে "লাকি ফ্যামিলি"।

যেহেতু ৯৫% ডায়াবেটিস রোগ টাইপ ২ প্রকারের, সুতরাং লাইফস্টাইল পরিবর্তন এই রোগের সম্ভাবনা ৬০% কমিয়ে দিতে পারে।

আজকাল অজানা কারণে অজ্ঞান হওয়া রোগির জন্য প্রথম যেই টেস্ট করা হয় সেটা হলো - ডায়াবেটিস এর কমপ্লিকেশন হাইপো অথবা হাপারগ্লাইসেমিয়া।

যাদের ডায়াবেটিস ধরা পড়ে, তাদের ৭৫% রোগী ৬০ বছরের আগেই মারা যায়।

ডায়াবেটিস নামের আভিধানিক অর্থ "Sweet Urine" বা মিষ্টি মূত্র। সুতরাং সুইট নভেম্বর কি সুইট ডায়াবেটিস থেকে আসছে কি না কে জানে।


লিখেছেন- ডাঃ সাঈদ সুজন

Post a Comment

أحدث أقدم