জীবনের প্রকৃত উদ্দেশ্য



বেশিরভাগ ক্রনিক রোগী শেষরাতে বা ভোরবেলায় মারা যায় দেখি। কেন?


চল্লিশ বছর বয়েসের ব্রাইট ক্যারিয়ারের একজন মহিলা মারা গেলেন। সবসময় ডেথ ডিক্লেয়ার করার পর বসে কিছুক্ষণ ভাবি। রোগীর বয়স কম হলে ভাবনা দীর্ঘতর হয়। সৃষ্টি নিয়ে ভাবি। বিনাশ নিয়ে ভাবি।


সৃষ্টিতত্ত্ব নিয়ে চিন্তা করার থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ মানব জীবনে আর কী থাকতে পারে?


জীবনের দৈনন্দিন সব কাজই তো "নকল" দরকারি। শিশু যেমন পুতুলখেলার সব আচার-অনুষ্ঠান খুব গুরুত্ব দিয়ে করে তেমন। 


গুরুত্ব দিলে আছে, না দিলে নাই। স্বল্পজ্ঞানে মনে হবে খুবই দরকারি কাজ। জ্ঞান হলে বুঝবে সবই বৃথা খেল-তামাশা!


আমরা কোথা থেকে এলাম? কেন এখানে আছি? কোথায় যাচ্ছি? আমাদের উদ্দেশ্য কী? এব্যাপারে কি আমাদের আদৌ কিছু করার আছে? এসব কিছুর কি সত্যিই কোন অর্থ আছে? নাকি শুধু ভ্রম আর মায়া?


এসব নিয়ে ভাবার ক্ষমতা জগতে শুধু মানুষেরই আছে। এ জগতে মানুষ হয়ে জন্মালে এই ভাবনার থেকে জরুরি কোন কাজ নাই।


লিখেছেন: ডা. কায়সার এনাম

Post a Comment

Previous Post Next Post