শ্বেতী রোগ কি, কেন ও এর চিকিৎসা

 


সাধারণত শ্বেতী রোগ নামে পরিচিত আমাদের সমাজে। এই স্কিন ডিজিজে আমাদের শরীরে থাকা মেলানোসাইট গুলো নস্ট হয়ে যায়, ফলে তারা সংখ্যায় কমে যেতে থাকে। এ কারণে কিছু Depigmented area দেখা যায় স্কিনে।


কেন হয় এটা?

এটা একটা Autoimmune disease। এখানে মেলানোসাইট গুলোর এগেইন্সটে T lymphocyte activation হয়, ফলে তারা ধীরে ধীরে কমতে থাকে। আর এই মেলানোসাইট symmetrical ভাবে কমে না, ফলে শরীরের বিভিন্ন জায়গায় সাদা ছোপ ছোপ দাগ দেখা যায়।


ক্লিনিকালি কি পাবো?

Depigmented patchy leison কিন্তু সেনসেশান ঠিক থাকবে। যদি সেনসেশান ও নষ্ট হয়ে যেত? তবে Leprosy ধারণা করতাম।


এখন আমরা কি চিকিৎসা দেব?

  • সানস্ক্রিন ক্রিম ব্যবহার করবে,আক্রান্ত স্থান ঢেকে রাখবে।
  • বেশীক্ষন রৌদ্র এবং চুলার পাশে থাকবেন না।
  • Topical. Tacrolimus 0.1% cream
  • Topical. Clobetasone Butyrate

Post a Comment

أحدث أقدم