নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ঔষুধ

আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেখানে থাকবে যুগ যুগ ধরে চলে আসা কিছু উত্তম ঔষুধের কথা। আর তা আমাদের জন্য জেনে রাখা অত্যাবশ্যকও বটে। কারণ তা নবী মুহাম্মদ (সা.) কর্তৃক সার্টিফাই করা।

নবী মুহাম্মদ (সা.) যে খাবারগুলো ঔষুধ হিসেবে চিহ্নিত করে গেছেন তা প্রফেটিক মেডিসিন (prophetic medicine) কিংবা ইসলামিক মেডিসিন নামেই বেশি পরিচিত। এগুলো হল-

১. কালোজিরা
২. মধু
৩. তালবিনা
৪. মাশরুম
৫. অলিভ
৬. ভিনেগার
৭. কাজল ইত্যাদি।

এগুলোর প্রত্যেকটিতেই রয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী উপাদান, যা আমাদের শারীরিক গঠন, শক্তি বর্ধন, মেধাশক্তি বৃদ্ধি ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের আশেপাশে সচরাচর পাওয়া এই উত্তম খাবারগুলো গুরুত্বের সাথে নেয়া উচিত।


ছবি: কালোজিরা


ছবি: মধু


ছবি: অলিভ

Post a Comment

Previous Post Next Post